টাঙ্গুয়ার হাওড় , তাহিরপুর, সুনামগঞ্জ
৮ জেলা জুড়ে ছড়িয়ে আছে আমাদের হাওরাঞ্চল তবে মেঘালয়ের পাহাড়ের দৃষ্টিনন্দন ভিউ এর কারণে বোধহয় সীমান্ত সংলগ্ন হাওরগুলিই সবচে বেশি সুন্দর। ইতিমধ্যে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল চেরাপুঞ্জি থেকে নেমে আসা বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে গেছে শত শত হাওর এর মধ্যে আট কুড়ি কান্দা আর নয় কুড়ি বিলের সমন্বয়ে তৈরী টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হবার কারণে প্রাকৃতিক বিস্ময় হিসেবে বিশ্বজুড়ে রয়েছে এর অপরিসীম গুরুত্ব। টাঙ্গুয়ার হাওর ছাড়াও এখানে রয়েছে পর্যটন আকৃষ্ট করবার মতো টেকেরঘাট চুনাপাথরের খনি (যা পানিতে টইটুম্বুর হয়ে এক বিশাল হ্রদে পরিণত হয়েছে যার বর্তমান নাম শহীদ সিরাজ লেক), রয়েছে মনোরেল এর ধ্বংসাবশেষ, দেশের অন্যতম সুন্দর নদী জাদুকাটা নদী, বারিক্কা টিলা, শুক্কুর টিলা। আসলে বলতে গেলে প্রতি পলকে যেদিকেই চোখ দেন না কেন হাওরবাংলার সবকিছুই দেখার মত সুন্দর৷