info@bangladeshtourismguide.com
Kanchenjunga Expedition: Breaking the Eye-Ear Conflict (Three District Tours)
Panchagarh, Rangpur
Icon
Km
4 Nights - 3 Days
Icon
Tour Type
Adventure
Icon
Max Group Size
12 peoples
Icon
Reviews
(0)

OVERVIEW

ফেসবুক পূর্ব যোগাযোগহীনতার যুগে বৃহত্তর পঞ্চগড়-ঠাকুরগাঁও-নীলফামারী থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এরকম একটা মিথ শোনা যেতো। প্রথম পড়ি হুমায়ুন আহমেদ আর জাফর ইকবালের ছেলেবেলার বর্ণনায়। তাঁদের ভাষায় তাদের পুলিশ বাবাকে (শহীদ ফয়জুর রহমান) কে বদলি করা হয়েছিলো পঁচাগড়ে। সেখান থেকেই তাদের জবানীতে শোনা যায় হিমালয় দেখার বর্ণনা। স্ট্রেটলাইনে মাপলে বাংলাদেশের এই রিজিয়ন থেকে কাঞ্চনজঙ্ঘার দূরুত্ব নেহায়েত কম না। তবু পৃথিবীর অন্যতম উঁচু পর্বত কাঞ্চনজঙ্ঘার বিশালতা তাকে বছরের এই সময়টাতে দৃশ্যমান করে তোলে। তবে চান্সটা ফিফটি ফিফটি। গতবছর আমি ব্যাক্তিগত ভাবে দেরী করে ফেলেছিলাম তাই চিলাহাটি ও বাংলাবান্ধা বা শালবাহান কোথাও পাইনি কাঞ্চনজঙ্ঘার দেখা। সেই সংক্রান্ত হতাশা কেটে গিয়েছিলো গড় বা দূর্গের দেশ পঞ্চগড়ের অকল্পনীয় জনশূণ্য প্রান্তর, অসাধারণ সবুজে ছাওয়া ল্যান্ডস্কেপ, মহানন্দাসহ অপূর্ব নামের সব পাহাড়ী নদী আর ইতিহাস সমৃদ্ধ প্রত্নস্থল ভেতরগড় দেখে। মন ভরে নাই, পঞ্চগড়ে তাই যেতে হচ্ছে আবারো।

HIGHLIGHTS

    টিম সাইজ: ১২ জন
    খরচ: ৩৮০০ টাকা(including everything)


    কনফার্ম করার শেষ তারিখ ১৬ই অক্টোবর কারণ টিকেট কাটতে হবে। যদি এর ভেতর একজন ও হয় তাও আমি যাবো।
    যারা যাবেন তারা ২০৪০ টাকা বিকাশ করে দিবেন।


    যারা যাবেন ইভেন্টটি শেয়ার করুন।

ITINERARY

পরদিনের ভোর ধরতে বৃহস্পতিবার সন্ধার বাসযোগে আমরা রওয়ানা হবো তেতুলিয়ার উদ্দেশ্যে। তেতুলিয়া পৌঁছে ধরবো বাংলাবান্ধার অটো। হিমালয় দেখা গেলে তো মিশন কমপ্লিট। সেদিন আমরা ঘুরবো নানা সমতলের চা বাগানে, পাথর তোলা দেখবো মহানন্দা নদীতে, চিনবো নানা সীমান্ত নদী, ঘুরবো তেতুলিয়ার জনবিরল পথে-প্রান্তরে। সেইসাথে মহারাজার দীঘিসহ ভেতরগড়ের নানা অংশ ঘুরে ঘুরে খুঁজবো আমাদের পূর্বপুরুষদের সমৃদ্ধ ঘটনাবহুল অতীত। সেদিন রাতটা কাটবে তেতুলিয়াতেই। হতে পারে কোন বাজেট হোটেলে, কোন স্থানীয় কুড়েঘরে বা মিলে গেলে সরকারী ডাকবাংলোয়। অর্থাৎ অনিশ্চয়তা থাকছে। পরদিন ঘুম ভেঙ্গে আবারো চলবে হিমালয় দর্শন তারপর পঞ্চগড় শহরে ফিরে নদী দেখে ধাক্কামারা স্ট্যান্ড থেকে চেপে বসবো ঠাকুরগাঁও এর বাসে। ইচ্ছা হলে ঠাকুরগাঁও শহরে এক চক্কর মারা যায় অথবা চলে যেতে পারি বীরগঞ্জের জঙ্গলে। সেখানে কিছু সময় কাটিয়ে চলে যাবো কান্তজিও মন্দির ও সংলগ্ন মন্দিরে। তারপর ডাইরেক্ট দিনাজপুর শহর। রাতের বাস বা ট্রেনে চেপে রোববার ভোরে ঢাকা ফিরবো।
সুতরাং এই ট্যুরে আমরা দেখবো তিনটি জেলা: পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর
কাঞ্চনজঙ্ঘা বা হিমালয় (কপালে মিললে)
ভেতরগড়
বাহিরগড়
মহারাজার দীঘি
মহারাজার প্রাসাদ
কান্তজীও মন্দির
প্রাচীন মসজিদ
দুইটি মোঘল স্থাপনা
রাজবাড়ি
তেল ও সময়ে কুলোলে ঠাকুরগাঁও শহর
মহানন্দা, তালমা, ডাহুকসহ অসংখ্য নদী
সমতলের চা বাগান
পাথর উত্তোলন শিল্প
বাংলাবান্ধা জিরো পয়েন্ট
আরো কত কি!
মোদ্দাকথা এই দুই দিন থাকবো দৌড়ের উপর। যত বেশি সম্ভব জায়গা দেখার চেষ্টা থাকবে।
এই ট্যুরে প্রচুর মিসম্যানেজমেন্ট হবে। প্যারা আর প্যারা। তাই যারা প্যারা নিতে রাজি তারাই আসবেন, বাকিদের জন্য সামনে অন্য লোকেশনে প্যারাহীন ইভেন্ট খোলা হবে।
কি ধরণের প্যারা হতে পারে: থাকার জায়গা এখনো ঠিক হয়নি। চেষ্টা থাকবে বেষ্ট। না পেলে যা পাওয়া যায় সে মানের হোটেলেই থাকতে হবে।
খাবার যেখানে যা পাওয়া যায় সবাই মিলে খাবো। তবে বেষ্টটা খাবো।
দৌড়ের উপর থাকবো ট্যুরটায়। তাই গদাই লস্করি চালের লোকেরা প্যারা খাবেন।
এটি একটি কমার্শিয়াল ইভেন্ট। টাকা বাঁচলে ফেরত পাওয়া যাবেনা। বেশি খরচ হলেও দিতে হবেনা।

Reviews

Overall Rating
null / 5.0
(0 Reviews)
0% recommend this package
Average Rating For
Service null
Location null
Friendly null
Pricing null