সাভার
সাভার
রিপোর্টিংঃ ২৫ নভেম্বর, শুক্রবার, সকাল ৭টায়।
মিরপুর ১ নাম্বার গোলচক্কর
খরচঃ ৬৯৫ টাকা সর্বসাকুল্যে
খুব ভোরে কুয়াশার চাদরে ঢাকা ঢাকা শহরকে বিদায় জানিয়ে শিশির ভেজা ঘাসের ছোয়া পেতে আমরা বেরিয়ে পড়বো সারাদিনের জন্য। তুরাগ নদীতে নৌকাভ্রমণ করে আমরা পৌছে যাবো সাভারের একটি ব্যাতিক্রমী গ্রামে। এই গ্রামের প্রধান অর্থকরী ফসল ফুল, একরের পর একর জুড়ে গোলাপ, গ্লাডিওলাস আর রজনীগন্ধ্যার বাগান। এরকম কয়েকটি গ্রামের পথে প্রান্তরে আমরা কাটাবো আধাবেলা। সকালে নাস্তা সারবো ঘোষ বাড়ির বানানো খাটি মিষ্টি, পরোটা , ডিম আর চা দিয়ে। সম্ভব হলে মিষ্টি বানানো দেখে আসবো ঘোষ বাড়িতে গিয়ে। গ্রামটি খৃষ্টান অধ্যুষিত ও বেশ পরিচ্ছন্ন, যদি হাটতে পারেন দেখতে পারবেন কয়েকটি চার্চ, ড্রাগনফলের বাগান, কারিতাসের চমৎকার একটি রিহাব, জমিদারবাড়ি ইত্যাদি। তারপর সাভার হয়ে যাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যারা শীতের জানবিবিকে দেখেনি তারা জানেন না একটা বিশ্ববিদ্যালয় কতোটা সুন্দর হতে পারে। নানা কোনে হরেক রকম শীতের পিঠে-পুলির মেলা, বটতলায় নানা রকম ভর্তা-মাছ-হাসের মাংস দিয়ে লাঞ্চ যে করেছে সে কোনদিন ভুলবে না এর স্বাদ। শাপলা ফোটা লেকে লেকে অলরেডি অতিথি পাখির ঝাক নামতে শুরু করেছে। নিতান্ত বেরসিকেরও ভালো না লাগার কোন কারণ নেই। জানবিবি শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি দর্শন, এটা একটি লাইফস্টাইল!
এই খরচের মধ্যে পাবেনঃ
রিক্সা, নৌকা, টমটম, বাসসহ সকল লোকাল ট্রান্সপোর্টের খরচ
ব্রেকফাষ্ট ও শীতের পিঠেপুলি (যখন যা মন চায়)
বটতলায় কয়েক রকম ভর্তা ও হাসের মাংস(যারা হাস খান না, তারা আর কিছু) দিয়ে ভরপেট মধ্যাহ্নভোজন
ট্যুর স্যুভেনিয়র
সুরুচিসম্পন্ন ভ্রমণসঙ্গী পাবার নিশ্চয়তা
অভিজ্ঞ গাইড
নিরাপত্তা ও স্থানীয় ব্যাক আপ
এই খরচের মধ্যে যা পাবেন নাঃ
মিনারেল ওয়াটার
যে কোন ব্যাক্তিগত খরচ'
চিকিৎসা
বৃহস্পতিবার দুপুরের মধ্যে পুরো টাকা বিকাশ করে কনফার্ম করুন