info@bangladeshtourismguide.com
Let's go to the golden village-Panam Pathe-Achin Island of Meghna
Dhaka, Dhaka
Icon
Km
1 Nights - 1 Days
Icon
Tour Type
Daily
Icon
Max Group Size
0 peoples
Icon
Reviews
(0)

OVERVIEW

সোনারগাঁও স্বর্ণগ্রাম বা সুবর্ণগ্রাম নামে অভিহিত বঙ্গের এক প্রাচীন জনপদ। এই জনপদে ‘স্বর্ণভূষিত’ জাতি নামে চিহ্নিত এক আদিম জনগোষ্ঠীর বসবাস ছিল যারা ঐতিহ্যগতভাবেই নারী পুরুষ নির্বিশেষে স্বর্ণালঙ্কার পরিধান করতো। সোনারগাঁ সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে অবস্থিত হিন্দুদের দুটি ঐতিহ্যবাহী পবিত্র স্নানতীর্থ লাঙ্গলবন্দ ও পঞ্চমীঘাট এ অঞ্চলের প্রাচীন গুরুত্বের সাক্ষ্য বহন করছে। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের বহু পূর্বে সোনারগাঁও এলাকায় একটি স্বাধীন রাজ্যের রাজধানী ছিল এমন লোকশ্রুতি নির্ভর বিবরণ রয়েছে। সম্ভবত তেরো শতকের সত্তুরের দশকে রাজা দনুজ রায়ের অধীনে সোনারগাঁও স্বাধীন বঙ্গরাজ্যের রাজধানীতে পরিণত হয়। ফখরুদ্দীন মুবারক শাহ কর্তৃক ১৩৩৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের রাজধানী ছিল সোনারগাঁও, আর তখন থেকেই শুরু হয় সোনারগাঁয়ের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়ের। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ ও সিকান্দর শাহের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গ প্রদেশের রাজধানী। পূর্ববঙ্গে গিয়াসুদ্দীন আযম শাহের স্বাধীন শাসনামলে তাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ঈসা খান মসনদ-ই-আলা প্রতিষ্ঠিত ভাটি রাজ্যের রাজধানী ছিল সোনারগাঁয়ে। মুগলের নিকট ইসা খার পুত্র মুসা খানের পরাজয়ের পর সোনারগাঁয়ের রাজনৈতিক প্রাধান্য লোপ পায়। সমুদ্রপথে পশ্চিম এশীয় ও দক্ষিণপূর্ব এশীয় দেশ থেকে বাণিজ্য-তরী সহজেই সোনারগাঁয়ে পৌঁছতে পারত। ইবনে বতুতা (১৩৪৬) সোনারগাঁওকে একটি গুরুত্বপূর্ণ বন্দর-নগরী রূপে বর্ণনা করেন এবং চীন, ইন্দোনেশিয়া (জাভা) ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করেন।সোনারগাঁয়ে প্রস্ত্তত মসলিন, বিশেষত ‘খাস’ নামীয় অত্যুৎকৃষ্ট মসলিন সমগ্র বিশ্বে খ্যাতি অর্জন করে। ঢাকা নগরীর প্রতিষ্ঠার পর থেকে সোনারগাঁও তার প্রাধান্য হারাতে থাকে এবং ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে সোনারগাঁও পরিণত হয় ‘গভীর জঙ্গলে আচ্ছাদিত গন্ড গ্রামে’। কিন্তু প্রায় এক শতক কালের ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যোগাযোগ সুবিধার ফলে শীতলক্ষ্যা ও মেঘনার মধ্যবর্তী ভূভাগ এখন পরিণত হয়েছে একটি উৎপাদনশীল এলাকায়। মোগরাপাড়ায় সম্প্রতি গড়ে ওঠা আধুনিক বসতি দ্রুত পাল্টে দিচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ এবং এতে করে দিনে দিনে এলাকাটি রূপ নিচ্ছে একটি উপশহরের।

HIGHLIGHTS

    ঢাকা-সোনারগাঁও-ঢাকা এসি ট্রান্সপোর্ট
    খাটি গরুর দুধের মালাই চা
    লোকশিল্প যাদুঘর
    পানাম পুল
    পানাম নগরী
    ৬০০ বছরের পুরোনো গোয়ালদী শাহী জামে মসজিদ
    কেষ্টপুরার সুউচ্চ পরিত্যাক্ত মঠ
    সম্পূর্ণ বাঁশের তৈরী অভূতপূর্ব স্কুল
    ভরপেট ভুরিভোজন
    বৈদ্যেরবাজার ঘাট
    আগ্রহীদের জন্য কম দামে মেঘনা নদীর টাটকা মাছ কেনার সুযোগ
    মেঘনা নদীতে নৌভ্রমণ
    মেঘনার অচিন দ্বীপ ভ্রমণ (দ্বীপগুলো কুমিল্লায় পড়েছে)

ITINERARY

আমরা ঢাকার গুলিস্তানের হকি স্টেডিয়ামের সামনে থেকে সকাল ৮টায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসে রওয়ানা দিবো। মোগরাপাড়া নেমে ভরপেট নাস্তা করবো, একটু হেটে বিখ্যাত গরুর দুধের চা খাবো তারপর অটোতে চেপে যাবো লোকশিল্প যাদুঘরে। সেখানে ঘন্টাখানেক কাটিয়ে যাবো গোয়ালদী শাহী জামে মসজিদ দেখতে। তারপর চলে যাবো পানাম নগরে। পানাম নগর দেখা শেষে পৌছে যাবো পরবর্তী গন্তব্য কবি শাহেদ কায়েসের স্বপ্নের স্কুলে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরী দোতলা স্কুলটি সম্পূর্ণ বাঁশের তৈরী। এরপর যাবো কেষ্টপুরার মঠ দেখতে। মঠ দেখে সরাসরি বৈদ্যেরবাজার, সেখানেই দুপুরের লাঞ্চের ব্যাবস্থা। লাঞ্চ সেরে এক-দুই ঘন্টার নৌভ্রমণ মেঘনা নদীতে। অচিন নদী পেরিয়ে বা নদীর মাঝের অচিন কোন দ্বীপে কিছুক্ষণের নোংগর! তারপর মোগরাপাড়া ফিরে এসি বাসে ঢাকার ফিরতি যাত্রা।

 

ট্যুর ফিঃ
৯৯০ টাকা
যোগাযোগঃ ০১৭১২ ৪৬ ৯৯ ৩৫
রিপোর্টিং প্লেসঃ
গুলিস্তানের হকি স্টেডিয়ামের সামনে বোরাক কাউন্টার
সময়ঃ ১১ নভেম্বর, শুক্রবার, সকাল ৭ঃ৩০ শার্প
যারা চট্টগ্রাম থেকে আসবেনঃ বৃহস্পতিবার রাতের শেষ বাসে উঠবেন। মেঘনা ব্রীজ পেরিয়ে মোগরাপাড়া বাজারে নেমে আমাদের জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা ভালো না লাগলে অথবা সময় নষ্ট না করতে চাইলে শুক্রবার ভোরের প্রথম ট্রিপ ধরবেন সকাল ৫টা থেকে সাড়ে পাচটায়। আশা করি জ্যামে না পরলে সকাল ৯টায় মোগরাপাড়া নেমে আমাদের সাথে যোগ দিতে পারবেন।
ট্রেনে আসতে চাইলে আগের রাতের তূর্ণায় চেপে ভোরে কমলাপুর নেমে সরাসরি গুলিস্তানের রিপোর্টিং প্লেসে চলে আসবেন। চট্টগ্রামে ফেরার জন্য মোগরাপাড়াতেই বাস পাবেন। সন্ধ্যা ৬টায় বাসে উঠতে পারলে রাত ১০টার মধ্যেই চিটাগাং থাকবেন ইনশাল্লাহ। (ফটো ক্রেডিট: অর্ধেক আমার, অর্ধেক গুগল(
ইভেন্ট লিংক
https://www.facebook.com/events/1101032539994677/

Reviews

Overall Rating
null / 5.0
(0 Reviews)
0% recommend this package
Average Rating For
Service null
Location null
Friendly null
Pricing null


You might also like