আমি সাধারণত ডে ট্রিপ গুলো শুক্রবারে আয়োজন করে থাকি। কিন্তু ইতিমধ্যে বহুজন অনুরোধ করেছেন যে তাদের সাপ্তাহিক বন্ধ শনি-রবিবারে তাই আমি যেন শনি বা রবিবারে ট্যুর আয়োজন করি। তাই এবারের ডে ট্রিপটি শনিবারে আয়োজন করা হলো। এবারের ট্যুরটি পুরোমাত্রায় একটি আর্কিওলজি বেসড ট্যুর। অর্থাৎ ইতিহাস ঐতিহ্য ও কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নিদর্শন সমূহ নিজ চোখে দেখে অতীত রোমন্থনের আনন্দ খুজে নিতে যারা চান তাদের জন্যই এই আয়োজন। চেষ্টা করেছি বারো ভূইয়া এবং মোগলদের ইতিহাস বিজড়িত স্থানগুলো ঘুরে দেখার। দিন ছোট হয়ে এসেছে তাই ফুলের গ্রাম সাবদি ও অপরূপ চর ধলেশ্বরী যাওয়া হবে কি হবেনা তা নির্ভর করবে সময় , ডে লাইট ও সার্বিক পরিস্থিতির উপর।