Bilaichori, Rangamati
বিলাইছড়ি। রাঙামাটির আপাত বিচ্ছিন্ন এক জনপদের নাম। এই বিচ্ছিনতার কারণেই হয়তো এখন পর্যন্ত এই এলাকার বেশিরভাগ সৌন্দর্য্য রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। যার কিছুটা উন্মোচিত হয়েছে সাম্প্রতিক সময়ে।
Bilaichori, Rangamati
বিলাইছড়ি। রাঙামাটির আপাত বিচ্ছিন্ন এক জনপদের নাম। এই বিচ্ছিনতার কারণেই হয়তো এখন পর্যন্ত এই এলাকার বেশিরভাগ সৌন্দর্য্য রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। যার কিছুটা উন্মোচিত হয়েছে সাম্প্রতিক সময়ে।
যা কিছু জরুরী :
-ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে ,যদি না থাকে তবে পাসপোর্ট, ভার্সিটি বা কলেজের আইডি কার্ড বা যেকোন আইডি কার্ড লাগবে।
-ট্রেকিং ট্যুর সুতরাং মানিয়ে নিতে হবে। যেকোন সমস্যায় সবাই মিলে পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে
- খুবই সাধারণ মানের থাকার ব্যবস্হা। খাবার ও আহামরি হবেনা। বিলাইছড়িতে আমরা সেখানেই থাকবো ,মানিয়ে নিতে হবে ।
-এ ধরনের পাহাড়ী ট্রেকিং ট্যুরগুলোতে দুপুর বেলা খাবার খেতে দেরি হয় সেটা সবাইকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে দুপুরে সবার জন্য বিস্কিট , খেজুর, কলা, চকলেট, ক্যান্ডিবার, ম্যাংগোবার, কেক এসব নিজ দায়িত্বে ক্যারি করবেন । ট্রেকিং থেকে ফিরে এসে আমরা দুপুরের খাবার খাবো।
যা নিবেন:
ভালো মানের গ্রিপযুক্ত স্পোর্টস স্যান্ডেল। কেডস বা স্নিকার নিবেন না।
আরামদায়ক পোষাক। সুতি বা স্পোর্টসওয়ার। জিন্স কঠিনভাবে পরিত্যাজ্য।
গামছা, ক্যাপ, সানগ্লাস, সানস্ক্রীম, রেইনকাভার, রেইনকোট, পলিথিন, ছাতা।
ব্যাকপ্যাক। পানির বোতল। স্যালাইন-গ্লুকোজ। বাদাম-খেজুর-চকোলেট বার।
সাঁতার না জানলে লাইফ জ্যাকেট
এবারের এডভেঞ্চারে আমরা যাবো তারই অনুসন্ধানে। যারা পাহাড়, হ্রদ, সবুজ, মেঘ, ঝর্ণা ও প্রকৃতি ভালোবাসেন তাঁদের কাছে এই ভ্রমণ চিরস্মরণীয় হয়ে থাকবে নিশ্চিতভাবেই।
প্রধানত আমরা দেখতে যাবো:
ধুপপানি , মুপ্পোছড়া ও ন-কাটা ঝর্না
সেইসাথে আরো দেখবো:
কাপ্তাই লেকের উচ্ছল জলধি তরঙ্গ
পাহাড়-অরণ্যানীর সবুজ
তাহলে চলুন বিস্তারিত জেনে নেই ।
যাত্রা শুরু : রাতে
ঢাকা ফিরবো :
14 তারিখ রাতের বাসে রওয়ানা হবো। অক্টোবরের 15 তারিখ ভোরে ঢাকা থাকবো ইনশাল্লাহ ।
ঢাকা-ঢাকা খরচ: ৩৬০০ টাকা মাত্র ।
যারা চট্টগ্রাম থেকে যোগ দিবেন:
কাপ্তাই-কাপ্তাই খরচ: ২৫০০ টাকা
(অবশ্যই 13 তারিখ সকাল ৮টার মধ্যে কাপ্তাই উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে আগের রাতে কাপ্তাই এসে থাকবেন। তবে ৪-৫ জনের বড় গ্রুপ হলে আমরা বিবেচনা করে ১০টা পর্যন্ত ওয়েট করতে পারি।)
এটি একটি কমার্শিয়াল ইভেন্ট। অর্থাৎ ট্যুর শেষে কোন টাকা ফেরত পাওয়া যাবেনা। এবং কোন কারণে অতিরিক্ত টাকা খরচ হলেও দিতে হবেনা। তা আয়োজক বহন করবে।
ট্যুর মেম্বার : ২০ জন হলেই ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে ।
ট্যুর ফি'র মধ্যে অন্তর্ভূক্ত:
-নন এসি ৩৬ সিটার হিনো বাসে ঢাকা টু কাপ্তাই আসা যাওয়া
-কাপ্তাই টু বিলাইছড়ি বোটে আসা যাওয়া (রিজার্ভ)
-বেলা সকালের নাস্তা (২ বেলা) ,দুপুরের খাবার (২ বেলা) ও রাতের খাবার (২ বেলা)
-গাইড খরচ
- বিলাইছড়ি থেকে দুই দিনের রিজার্ভ বোট
-হোটেল একোমডেশন
-লোকাল ট্যাক্সেস
অর্থাৎ আপনার ব্যক্তিগত খরচ ছাড়া মোটামুটি সব কিছুই এতে অন্তর্ভুক্ত আছে ।
যা যা আমরা দিবোনা:
-বাস বিরতিতে কোন খাবার।
-আপনার কোন ব্যক্তিগত খরচ
যেহেতু হাতে সময় একদমই নাই সেহেতু আগামী 9 তারিখ সন্ধ্যার মধ্যেই যারা কনফার্ম করবেন তাঁদের জন্যই টিকেট কাটা হবে। পরে চাইলেও টিকেট পাওয়া যাবেনা।
মনে রাখবেন:
কোন ধর্ম বা জাতিকে ছোট মনে করেন এমন কেউ দয়া করে যাবেন না।
যেকোন ধরণের মাদক নিষিদ্ধ। ধরা পড়লে নগদে বহিস্কার।
ধূমপায়ীরা অন্যের অসুবিধা না করে ধূমপান করবেন।
যেকোন ক্ষেত্রে নারী ও সিনিয়ররা প্রায়োরিটি পাবেন
কোন ময়লা আবর্জনা ফেলা যাবেনা। যার যার উচ্ছিষ্ট নিজ দায়িত্বে হোটেলে ক্যারি করে আনবেন। এমনকি ধূমপায়ীরা সিগারেটের বাড ও ফেলতে পারবেন না।
প্রকৃতি দর্শনে নীরবতা কাম্য। পাহাড়ী ট্রেইলে অযথা হইচই গান নিষিদ্ধ। উচ্ছাস থাকবে, তার বহি:প্রকাশ ও থাকবে। তবে তা যেন অন্যের বিরক্তির কারণ না হয়
সবিনয় অনুরোধ কোন ধরণের স্পীকারে গান বাজিয়ে অন্যের অসুবিধার কারণ হবেন না। স্পীকারে গান বাজানো নিষেধ। গান নিজে শুনবেন হেডফোনে। অন্যকে শুনানোর দরকার নাই।
যেহেতু হাতে সময় একদমই নাই সেহেতু আগামী 9 তারিখ সন্ধ্যার মধ্যেই যারা কনফার্ম করবেন তাঁদের জন্যই টিকেট কাটা হবে। পরে চাইলেও টিকেট পাওয়া যাবেনা। তাই 9 july তারিখের মধ্যেই বিকাশ করুন ২০৪০ টাকা।